শ্রী-” ইলিশের গন্ধটাই কেমন যেন। বড্ড আঁশটে । ভালো লাগে না একদম। ”
হবু শ্রীমতী -“সে কি? লজ্জা করে না বাঙালের সামনে বলতে? ঘটিগুলো আর খাওয়া শিখলো কই? ”
-” ইয়া ইয়া সাইজের গলদা চিংড়ির মালাইকারি, হু হু বাবা, আমি রান্না করে খাওয়াব দেখবে, কোথায় লাগে তার পাশে ইলিশ?”
-(আমতা আমতা) ” চিংড়ি ? হ্যাঁ চিংড়ি ভালো বটে। শুনেছি।”
-” কি হল? ”
– ” অ্যালার্জি ”
-“…………”
– “…………”
– ” আচ্ছা রোববার করে কষা মাংসই হবে তাহলে।”